ঢাকা, শনিবার, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ০১ জুন ২০২৪, ২৩ জিলকদ ১৪৪৫

আন্তর্জাতিক

প্যারিসে রিজ হোটেলে আগুন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
প্যারিসে রিজ হোটেলে আগুন ছবি: সংগৃহীত

ঢাকা: ফ্রান্সের রাজধানী প্যারিসে হোটেল রিজ-এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ৬টায় (বাংলাদেশ সময় বেলা ১১টা) ফাইভ স্টার এ হোটেলটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, সংস্কারের জন্য হোটেলটি বন্ধ থাকায় ঘটনার সময় এতে কোনো অতিথি ছিলেন না।

অগ্নিনির্বাপক কর্মীদের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমে জানানো হয়েছে, হোটেলটির সবচেয়ে উপরের তলায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ৬০ জন অগ্নিনির্বাপক কর্মী ও ১৫টি ইঞ্জিন কাজ করছে।

প্যারিস পুলিশ এক টুইট বার্তায় ‘বড় ধরনের অগ্নিকাণ্ডের’ খবর জানিয়ে পথচারী ও গাড়িচালকদের প্লেস ভেনডোমে এলাকা এড়িয়ে যেতে বলেছে।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬/আপডেট: ১৫৫২ ঘণ্টা
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।