ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ইরাকে ২২ মাসে নিহত ১৯ হাজার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
ইরাকে ২২ মাসে নিহত ১৯ হাজার ছবি: সংগৃহীত

ঢাকা: চলমান সংকটে ইরাকে ২২ মাসে প্রায় ১৯ হাজার বেসামরিক লোক নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩৬ হাজারেরও বেশি।

এছাড়া ৩২ লাখ মানুষ ঘরছাড়া হয়েছেন। জাতিসংঘের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা ইউএনএইচআর নতুন এ প্রতিবেদন প্রকাশ করে। এতে ২০১৪ সালের ১ জানুয়ারি থেকে ২০১৫ সালের ৩১ অক্টোবর পর্যন্ত ঘটনাবলী নথীভুক্ত করা হয়েছে।

প্রতিবেদনে ইউএনএইচআর জানিয়েছে, এই ২২ মাসে ইরাকে ১৮ হাজার ৮০২ জন বেসামরিক লোক নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩৬ হাজার ২৪৫ জন। আর ঘর ছাড়তে বাধ্য হয়েছেন ৩২ লাখ মানুষ।

এর মধ্যে গত বছরের ১ মে থেকে ৩১ অক্টোবর পর্যন্তই নিহত হয়েছেন ৩ হাজার ৮৫৫ জন। আর আহত হয়েছেন ৭ হাজার ৫৬ জন।

এসব হতাহতের ঘটনায় জাতিসংঘ জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটকেই (আইএস) দায়ী করেছে। এছাড়া স্থানীয় বাহিনী, মিলিশিয়া ও কুর্দি যোদ্ধাদেরও দায়ী করা হয়েছে।

ইউএনএইচআর বলছে, এই ২২ মাসে সাড়ে তিন হাজার নারী ও শিশুকে দাস-দাসী হিসেবে বন্দি করেছে আইএস।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।