ঢাকা: ফ্রান্সের রাজধানী প্যারিসে রিজ হোটেলের আগুন নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার (১৯ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ৬টায় (বাংলাদেশ সময় বেলা ১১টা) ফাইভ স্টার এ হোটেলটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিনির্বাপক সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন, হোটেলটির সপ্তম তলায় আগুনের সূত্রপাত হয়। পরে তা ছাদ পর্যন্ত ছড়িয়ে পড়ে। ৬০ জন কর্মী ও ১৫টি ফায়ার ইঞ্জিন দীর্ঘ সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
আগুন নিয়ন্ত্রণে দীর্ঘ সময় লাগার কারণ হিসেবে ফায়ার ক্যাপ্টেন ইভন বট বলেছেন, আগুনের কাছে যাওয়াটা দূরহ হয়ে পড়ায় এতটা সময় লেগেছে। পুরোপুরি নেভাতে আরও সময় লাগবে। তবে আর কোনো ক্ষতির আশঙ্কা নেই।
হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, সংস্কারের জন্য হোটেলটি বন্ধ থাকায় ঘটনার সময় এতে কোনো অতিথি ছিলেন না। তিন বছর ধরে বন্ধ থাকার পর চলতি বছর মার্চে এটি পুনরায় খোলার কথা রয়েছে।
প্যারিসের এই রিজ হোটেলের সঙ্গে প্রিন্সের ডায়ানার নাম জড়িয়ে রয়েছে। তিনি তার জীবনের শেষ রাত এখানেই কাটিয়েছিলেন। পরদিন, ১৯৯৭ সালের ৩১ আগস্ট এক সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।
প্রিন্সেস ডায়ানা ছাড়াও বিখ্যাত এ হোটেলটি কৌতুকাভিনেতা চার্লি চ্যাপলিন, ফরাসি ফ্যাশন ডিজাইনার কোকো চ্যানেল ও মার্কিন ঔপন্যাসিক আর্নেস্ট হ্যামিংওয়ের পছন্দের তালিকায়ও ছিল।
বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
আরএইচ
** প্যারিসে রিজ হোটেলে আগুন