ঢাকা: লিবিয়ায় নতুন জোট সরকারের ঘোষণা দিয়েছে দেশটির প্রেসিডেনশিয়াল কাউন্সিল। জাতিসংঘের পরিকল্পনা অনুযায়ী এ ঘোষণা আসলো বলে জানানো হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে।
জাতিসংঘের বেধে দেওয়ার সময়ের ৪৮ ঘণ্টা পর মঙ্গলবার (১৯ জানুয়ারি) তিউনিসভিত্তিক এ প্রেসিডেনশিয়াল কাউন্সিল নতুন সরকারের ঘোষণা দিল। এতে ৩২ সদস্যের একটি মন্ত্রিসভার ঘোষণা দেওয়া হয়, যাতে একজন নারী সদস্যও রয়েছেন।
নতুন সরকারকে স্বাগত জানিয়ে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটসহ (আইএস) দেশের বিভিন্ন সমস্যা মোকাবেলায় এ সরকারের সাফল্য কামনা করেছে জাতিসংঘ।
তবে অনেকেই মনে করছেন, শেষ পর্যন্ত জাতিসংঘের এ উদ্যোগ কোনো কাজে আসবে না। তাদের ধারণা, নতুন এ সরকার সবগুলো মহলকে প্রতিনিধিত্ব করতে ব্যর্থ হবে।
সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফিকে ২০১১ সালে উৎখাতের পর থেকেই লিবিয়া উত্তপ্ত হয়ে ওঠে। ২০১৪ সালের গ্রীষ্মে এটি মাত্রা ছাড়ায় যখন রাজধানী ত্রিপলিভিত্তিক ও পূর্বাঞ্চলীয় শহর তবরুকভিত্তিক দু’টি সরকার গঠিত হয় দেশটিতে।
বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
আরএইচ