ঢাকা: এশিয়ার বাজারে পতনে ১২ বছরের রেকর্ড ভাঙলো তেলের দর। বুধবার (২০ জানুয়ারি) এ বাজারে ব্যারেল প্রতি ২৮ ডলারেরও (২ হাজার ১৮৫ টাকা) কম দরে বিক্রি হচ্ছে এ পণ্য।
এছাড়া আন্তর্জাতিক সময় মঙ্গলবার (১৯ জানুয়ারি) রাত ২টা ৪০ মিনিট থেকে আন্তর্জাতিক বাজারে ব্যারেল প্রতি তেল ২৮ দশমিক ১৫ ডলারে (২ হাজার ১৯৬ টাকা) দরে বিক্রি হতে শুরু হয়। কিন্তু এর কিছু সময় পরই মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমেডিয়েটে (ডব্লিউটিআই) ২৭ দশমিক ৯২ ডলারে (২ হাজার ১৭৯ টাকা) নেমে যায় এ পণ্যের দর।
এর আগে ২০০৩ সালের সেপ্টেম্বর মাসে তেলের দর ডব্লিউটিআইতে ২৮ ডলার স্পর্শ করে।
তেলের এ অব্যাহত দরপতনের কারণ হিসেবে অতিরিক্ত সরবরাহকেই দায়ী করেছে ইন্টারন্যাশনাল অ্যানার্জি এজেন্সি (আইইএ)। মঙ্গলবার এক প্রতিবেদনে সংস্থাটি জানিয়েছে, অতিরিক্ত সরবরাহে তেলের বাজার ভেসে যাওয়ার আশঙ্কা রয়েছে। এর ফলে চলতি বছর এ পণ্যের দর আরও কমে যেতে পারে। তারওপর আন্তর্জাতিক বাজারে ইরানের প্রত্যাবর্তনও বিষয়টিকে জটিল করে তুলতে পারে।
সাম্প্রতিক এ মন্দার শুরু ২০১৪ সালের মাঝামাঝি সময় থেকে। ৭৫ শতাংশ পর্যন্ত দর পড়ে যাওয়া সত্ত্বেও বাজার ধরে রাখতে ওপেকভুক্ত দেশগুলো ও মার্কিন যুক্তরাষ্ট্রের উৎপাদন বাড়িয়েই চলেছে। ফলে দিনদিনই তেলের বাজারের পরিস্থিতি টালমাটাল হয়ে উঠছে বলে মত বিশ্লেষকদের।
বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
আরএইচ