ঢাকা: মৌসুমের প্রথমবারের মতো তুষারে ঢাকা পড়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের পথ-ঘাট ও বাড়ি-ঘর।
বুধবার (২০ জানুয়ারি) আন্তর্জানিক সংবাদমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়।
খবরে বলা হয়, জলবায়ু পরিবর্তনের শিকার হচ্ছে পুরো বিশ্ব। জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী পশ্চিমা দেশগুলোতেও এর প্রভাব পড়ছে।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ছাড়াও অন্যান্য অঙ্গরাজ্য তুষারে ঢেকে যাওয়ার খবর পাওয়া গেছে। ব্যস্ত চিরচেনা নিউইয়র্কের পুরো শরীর জুড়ে যেন কেউ সাদা চাদর দিয়ে ঢেকে দিয়েছে।
নিউইয়র্কের পশ্চিমাঞ্চল ও বাফেলোতে ভারী তুষারপাতে কয়েক ফুট পর্যন্ত তুষারের স্তূপ জমেছে। ফলে ওই অঞ্চলে তীব্র শৈত্যপ্রবাহ বিরাজ করছে।
এদিকে তুষার গলে বিশাল এলাকাজুড়ে বন্যা দেখা দেওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অফিস।
কানাডাতেও তুষারপাতের খবর দিয়েছে আন্তজার্তিক সংবাদমাধ্যম।
বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
এমএ/