ঢাকা: ‘পিয়ংইয়ংয়বিরোধী কর্মকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগে এক মার্কিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে আটক করেছে উত্তর কোরিয়ার কর্তৃপক্ষ।
শুক্রবার (২২ জানুয়ারি) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এ খবর জানানো হয়েছে।
খবরে বলা হয়, আটক ওই শিক্ষার্থী পর্যটকবেশে উত্তর কোরিয়ায় প্রবেশ করেন। এরপর তিনি ‘পিয়ংইয়ংবিরোধী’ কর্মকাণ্ডে জড়িত হয়ে পড়েন। তিনি ‘মার্কিন সরকারের ইচ্ছানুসারে’ এমন কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন বলে অভিযোগ করেছে পিয়ংইয়ং।
তবে ওই শিক্ষার্থী কি ধরনের অপরাধ করেছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি স্থানীয় সংবাদমাধ্যমের খবরে। তার নাম-পরিচয়ও জানানো হয়নি। এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো মন্তব্য আসেনি।
বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
আরএইচ