ঢাকা: কানাডায় একটি হাই স্কুল ও উত্তরাঞ্চলীয় সাকচেয়ান কমিউনিটিতে বন্দুকধারীর হামলায় কমপক্ষে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ২ জন গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সময় শুক্রবার (২২ জানুয়ারি) এ ঘটনা ঘটে বলে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
এদিকে এ ঘটনায় এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে বলেও জানিয়েছেন ট্রুডো।
সংবাদমাধ্যম জানায়, ওই বন্দুকধারী প্রথমে স্কুলে প্রবেশ করে এলোপাথাড়ি গুলি চালায়। এরপর সাকচেয়ান কমিউনিটিতে প্রবেশ করে একই কাণ্ড ঘটায়।
রয়েল কানাডিয়ান পুলিশ সমস্যার সমাধান না করা পর্যন্ত স্কুলটি বন্ধ রাখা হবে বলে নিজস্ব ফেসবুক পেজে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। এছাড়া জনসাধারণকে ওই এলাকা থেকে দূরে থাকতে বলা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৬৫০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬/আপডেট: ০৭০৪ ঘণ্টা
জেডএস