ঢাকা: ইসরায়েলের সাবেক প্রেসিডেন্ট ও শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী শিমন পেরেজেকে হাসপাতালে নেওয়া হয়েছে।
বুকে ব্যথার কারণে রোববার (২৪ জানুয়ারি) হাসপাতালে নেওয়া হয় ৯২ বছর বয়সী এ রাজনীতিককে।
তার এক মুখপাত্র জানান, পেরেজকে পর্যবেক্ষণ ও পরীক্ষার জন্য তেল আবিব হাসপাতালে নেওয়া হয়েছে।
এরআগে গত বৃহস্পতিবার একই সমস্যার কারণে তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল।
পেরেজ ২০০৭ থেকে ২০১৪ সময়ে ইসরায়েলের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। এরআগে দুই বার তিনি দেশটির প্রধানমন্ত্রী ছিলেন। ১৯৯৪ সালে তিনি শান্তিতে নোবেল পুরস্কার পান।
বাংলাদেশ সময়: ০১৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬/আপডেট: ০২১৪ ঘণ্টা
এসআর