ঢাকা: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কসহ বিভিন্ন রাজ্যে ব্যাপক তুষারঝড়ে যান চলাচলে নিষেধাঙ্গা জারির পর তুষার পরিষ্কার কাজ শুরু হয়েছে।
তুষারঝড় শেষে যান চলাচল স্বাভাবিকের উদ্দেশে রোববার (২৪ জানুয়ারি) বাংলাদেশ সময় সন্ধ্যার পর তুষার সরিয়ে ফেলা শুরু হয়।
নিউইয়র্কে ১৮৬৯ সালের পর এবারই সর্বোচ্চ তুষারপাত হয়েছে বলে জানিয়েছেন সিটি মেয়র বিল দ্য ব্লাজিও।
নিউইয়র্কসহ ৫টি রাজ্যে ৯১ সেন্টিমিটার পুরু তুষারপাতের খবর পাওয়া গেছে। তুষারঝড়ে দেশটিতে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
এদের মধ্যে নিউজার্সিতে তুষারপাতে গাড়ি ঢাকা পড়ে কার্বন মনোঅক্সাইডের প্রভাবে মৃত্যু হয়েছে মা ও ছেলের।
প্রবল এ তুষারঝড়ে স্থবির হয়ে পড়েছে ওয়াশিংটন ও নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকার যোগাযোগ ব্যবস্থা। ঘরবন্দি হয়ে পড়েছেন কোটি কোটি মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড়টিকে ‘স্নোম্যাগাড্ডন’ ও ‘স্নোজিলা’ নামে অভিহিত করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ০৩১৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
এসআর
** প্রবল তুষারঝড়ে যুক্তরাষ্ট্রে ঘরবন্দি কোটি মানুষ
** যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে প্রাণহানির সংখ্যা বেড়ে ১৯