ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইটের ৭ আরোহী আহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫১ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইটের ৭ আরোহী আহত ছবি : সংগৃহীত

ঢাকা: আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে উড়ন্ত অবস্থায় টার্বুলেন্সের ঘটনায় এর ক্রুসহ ৭ আরোহী আহত হয়েছেন। মিয়ামি থেকে মিলানের উদ্দেশে ছেড়ে যাওয়া এয়ারলাইন্সটির ২০৬ ফ্লাইটের যাত্রীদের এ ‘অভিজ্ঞতার’ মধ্য দিয়ে যেতে হয়েছে।



আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, উড্ডয়নের পর প্লেনটি টার্বুলেন্স জটিলতায় পড়লে তা গতিপথ পরিবর্তন করে কানাডার সেন্ট জনস এয়ারপোর্টে অবতরণ করে।

এ সময় সিটবেল্ট পরিহিত অবস্থায় থাকলেও ফ্লাইটের চার যাত্রী আহত হয়েছেন। আহত হয়েছেন তিন ক্রুও। তাদের সেন্ট জনস এয়ারপোর্টের হেলথ সার্ভিস সেন্টারে চিকিৎসা দেওয়া হয়।

তবে আহতদের অবস্থা গুরুতর নয় বলে জানিয়েছেন এয়ারলাইন্সটির এক কর্মকর্তা। বৈরি আবহাওয়ার কারণে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বোয়িং ৭৬৭ মডেলের প্লেনটি ২০৩ জন আরোহী নিয়ে উড্ডয়ন করে, যার মধ্যে ১১ জন ছিলেন ক্রু।

বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
আরএইচএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।