ঢাকা: পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবানের (টিটিপি) প্রধান মোল্লা ফজলুল্লাহ ড্রোন হামলায় ‘নিহত’ হয়েছেন বলে জানানো হয়েছে পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে।
সোমবার (২৫ জানুয়ারি) দিনগত রাতের শেষভাগে আফগানিস্তানের নানগাহর অঞ্চলে ড্রোন হামলায় তিনি ‘নিহত’ হন বলে পাকিস্তানের বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও ওয়েবসাইট সংবাদ প্রকাশ করে।
ফজলুল্লাহ নিহত হয়েছেন, এর আগেও বহুবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এ ধরনের খবর প্রকাশিত হয়। সবশেষ ২০১৪ সালে তার নিহত হওয়ার খবর প্রকাশ করে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। যদিও শেষ পর্যন্ত সে খবর সত্য নয় বলে দাবি করা হয়।
আফগান কর্তৃপক্ষের বরাত দিয়ে দেশটির সংবাদসংস্থা পাজওক তাদের টুইটার ফিডে জানায়, ড্রোন হামলায় তালেবান কমান্ডার ক্বারি হেদায়েতুল্লা মারা গেছেন। তবে ফজলুল্লাহর বিষয়ে কোনো তথ্য নেই।
২০১৩ সালে মার্কিন ড্রোন হামলায় টিটিপি প্রধান হাকিমুল্লাহ মেহসুদ নিহত হওয়ার পর দায়িত্ব পান মোল্লা ফজলুল্লাহ। এর আগে ২০০৯ সালে নিহত হন সংগঠনটির সাবেক প্রধান বায়তুল্লাহ মেহসুদ।
বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
জেডএস