ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

তেলের দরপতনে এশিয়ার শেয়ারবাজারে ফের মন্দা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
তেলের দরপতনে এশিয়ার শেয়ারবাজারে ফের মন্দা ছবি: সংগৃহীত

ঢাকা: ‘ব্ল্যাক মানডে’র ছায়া থেকে কিছুতেই যেন বেরিয়ে আসতে পারছে না বিশ্ব অর্থনীতি। বিশেষ করে এশিয়ার শেয়ারবাজারে সূচকের পতন প্রবণতা কিছুতেই কাটছে না।

তার ওপর তেলের অব্যাহত দরপতনে প্রায়ই এ সূচক পতন তরান্বিত হচ্ছে।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) চীনা স্টকমার্কেটে ফের বড়মাপের সূচক পতন দেখা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত শাংহাই কম্পোজিট ইনডেক্সে ৬ দশমিক ৪ শতাংশ কমে ২,৭৪৯ দশমিক ৭৮ পয়েন্টে দাঁড়িয়েছে সূচক। শেনজেনে ৭ দশমিক ১ ও চাইনেক্সট-এ ৭ দশমিক ৬ শতাংশ সূচকের পতন হয়েছে।

এছাড়া জাপানের নিক্কেই-২২৫ ইনডেক্স ২ দশমিক ৪ শতাংশ কমে ১৬,৭০৮ দশমিক ৯০ পয়েন্টে দাঁড়িয়েছে। দক্ষিণ কোরিয়ায় কসপিতে ১ দশমিক ২ শতাংশ, হংকংয়ের হ্যাংসেং-এ ২ দশমিক ৩ শতাংশ সূচকের পতন হয়েছে। এছাড়া অন্যান্য আঞ্চলিক স্টকমার্কেটেও পতন দেখা গেছে।

এর আগে চলতি বছর ৭ জানুয়ারি লেনদেন শুরুর ১৫ মিনিটের মধ্যেই সূচকের পতন হয় ৫ শতাংশ। বিপর্যয়ের শঙ্কায় সেদিনের মত শেয়ারবাজারই বন্ধ করে দেয় চীনা কর্তৃপক্ষ। প্রভাব পড়ে ভারতসহ এশিয়ার অন্যান্য শেয়ার বাজারেও।

প্রসঙ্গত, ২০১৫ সালের ২৭ জুলাই ব্যাপক ধস নামে চীনা শেয়ারবাজারসহ বিশ্বের বড় বড় বাজারগুলোয়। দিনটি সোমবার হওয়ায় এটি ‘ব্ল্যাক মানডে’ উপাধি পায়।

এদিকে, কিছুটা ঊর্ধ্বগতির পর ফের পড়তে শুরু করেছে তেলের দর। সোমবার (২৫ জানুয়ারি) আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ফের ৩০ ডলারের (২ হাজার ৩৪৭ টাকা) নিচে নেমে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, মঙ্গলবার শেয়ারবাজারে পতনের অন্যতম কারণ তেলের দরে ফের মন্দার হাওয়া।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।