ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

রাজস্থানে বোমা বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
রাজস্থানে বোমা বিস্ফোরণ

ঢাকা: ভারতের রাজস্থানের বারমার জেলায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।



লক্ষ্যভ্রষ্ট হয়ে দেশটির যুদ্ধ বিমান থেকে বোমাগুলো মাটিতে ভূপতিত হলে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) কর্তৃপক্ষের বরাত দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যম এমনটাই জানায়।

খবরে বলা হয়, বারমার ওই এলাকায় পাঁচটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে; যার আওয়াজ ১০ কিলোমিটার দূর থেকে শোনা যাচ্ছিল।

একটি যুদ্ধ বিমান ওই এলাকায় টহল দেওয়ার সময় এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ভারতীয় বিমান বাহিনী ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে বলে খবরে জানানো হয়।

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
আরএইচএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।