ঢাকা: যুক্তরাষ্ট্রের ওরিগন অঙ্গরাজ্যে পুলিশের গুলিতে স্থানীয় মিলিশিয়া গোষ্ঠীর এক কর্মী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও একজন।
এক বিবৃতিতে স্থানীয় সময় মঙ্গলবার (২৬ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই) বিষয়টি নিশ্চিত করেছে।
নিহত ব্যক্তির নাম, ল্যাভয় ফিনিকাম। আর আহত রায়ান বান্ডি মিলিশিয়া নেতা অ্যামন বান্ডির ভাই।
আটককৃতদের পাঁচজনকে হাইওয়ে-৩৯৫ এর একটি ট্রাফিক স্টপ থেকে, দু’জনকে বার্নস ও একজনকে আরিজোনা থেকে আটক করা হয়েছে।
হাইওয়ে-৩৯৫ থেকে আটককৃতরা হলেন, অ্যামন বান্ডি, রায়ান বান্ডি, ব্রায়ান শ্যাভেলিয়ের, শাওনা কক্স ও রায়ান ওয়েইলেন পেইনে। বার্নস থেকে আটককৃতরা হলেনম জোসেফ ডোনাল্ড ও’শাউনেসি এবং পিটার স্যান্তিলি। আর আরিজোনা থেকে আটক করা হয়েছে জন রিৎঝেইমার।
মার্কিন পুলিশ বলছে, তিন সপ্তাহ আগে অ্যামন বান্ডির নেতৃত্বে ওরিগন অঙ্গরাজ্যে কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন জাতীয় বন্যপ্রাণী সংরক্ষাণাগারের ভবনসহ কয়েকটি স্থাপনা দখল করে নেয় ওই মিলিশিয়ারা।
অ্যামন বান্ডি ও রায়ান বান্ডিকে আটকের পর তাদের বাবা বিতর্কিত নেভাদার স্থানীয় খামারি ক্লিভেন বান্ডি লস অ্যাঞ্জেলস টাইমসকে বলেছেন, আমার কয়েকটি ছেলেসহ বাকি লোকেরা আমাদের অধিকার ও স্বাধীনতা রক্ষায় লড়াই করছে। এই সংগ্রামীদের মধ্যে ল্যাভয় ফিনিকাম নামে একজনকে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে আমি একটা কথাই বলতে পারি, সে ভাল কিছুর জন্য নিজেকে উৎসর্গ করেছে।
গত ২ জানুয়ারি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের ভূমিনীতির বিরোধিতা করে জাতীয় বন্যপ্রাণী সংরক্ষণাগারের ভবনটি দখল করে নেয় ওই মিলিশিয়া গোষ্ঠী।
তবে এ সশস্ত্র বিরোধিতার সূত্রপাত হয় স্থানীয় খামারি ডুইট হ্যামন্ড ও তার ছেলে স্টিভেনকে ওরিগন অঙ্গরাজ্যে কেন্দ্রীয় সরকারের জমিতে অগ্নিসংযোগের অভিযোগে আদালত কারাদণ্ড দিলে। ঘটনাটি সশস্ত্র রূপধারণ করে যখন তাদের পক্ষে বিক্ষোভ প্রদর্শন করতে গিয়ে অ্যামন বান্ডির নেতৃত্বে স্থানীয় মিলিশিয়ারা বন্যপ্রানি সংরক্ষণাগার দখল করে নেয়।
বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬/আপডেট: ১৩২০ ঘণ্টা
আরএইচ