ঢাকা: অস্ট্রেলিয়ার পর এবার ডেনমার্ক ও ব্রিটেনেও জিকা ভাইরাস পাওয়া গেছে। দক্ষিণ আমেরিকা ফেরত এক পর্যটকের দেহে এ ভাইরাস পাওয়া গেছে বলে নেদারল্যান্ডের একটি হাসপাতাল জানিয়েছে।
এক বিবৃতিতে ডেনমার্কের পূর্বাঞ্চলীয় আরহস হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মধ্য ও দক্ষিণ আমেরিকা ফেরত এক পর্যটকের দেহে জিকা ভাইরাস পাওয়া গেছে।
তবে ওই পর্যটকের নাম-পরিচয় জানায়নি হাসপাতালটি।
এদিকে, দক্ষিণ আমেরিকা ফেরত কয়েকজন পর্যটকের দেহে জিকা ভাইরাস পাওয়া গেছে বলে জানিয়েছে ব্রিটেন কর্তৃপক্ষ।
এছাড়া দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ টোঙ্গাতেও এ ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এর আগে, অস্ট্রেলিয়াতে কয়েকজনের দেহে মশাবাহিত জিকা ভাইরাস পাওয়া গেছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। দক্ষিণ আমেরিকা ফেরত পর্যটকদের মাধ্যমে এ রোগ দেশটিতে পৌঁছেছে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার ভাইরাসবিদরা।
তবে বিষয়টি এখনও বিপদের লক্ষণ নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষ প্রজাতির ডেঙ্গুজ্বর ছড়ানো এডিস এজিপ্টি (Aedes aegypti) মশকির মাধ্যমে এ ভাইরাস ছড়িয়ে থাকে। আর এ ধরনের মশকির দেখা মেলে অস্ট্রেলিয়ার উত্তর কুইন্সল্যান্ডের দিকে।
অস্ট্রেলিয়ার পররাষ্ট্র সম্পর্ক ও বাণিজ্য বিষয়ক অধিদফতর জনসাধারণকে সাবধান থাকার পরামর্শ দিয়েছে। বিশেষ করে গর্ভবতী নারীদের ক্ষেত্রে ২২টি দেশে ভ্রমণ করতে মানা করা হয়েছে। দক্ষিণ ও মধ্য আমেরিকার দেশগুলোসহ প্রশান্ত মহাসাগরীয় দেশ সামোয়াকে এই ২২ দেশের তালিকায় রাখা হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতার পরপরই অস্ট্রেলিয়ার সরকার এ পরামর্শ দিল। এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছিল, দক্ষিণ, মধ্য ও উত্তর আমেরাকায় জিকা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিতে পারে। তবে কানাডা ও চিলি বিপদের আওতায় নেই।
** অস্ট্রেলিয়াতেও জিকা ভাইরাসের প্রাদুর্ভাব
** এল সালভেদরে ২০১৮ সাল পর্যন্ত কোনো সন্তান নয়
বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
আরএইচ