ঢাকা: ভারতের দিল্লি থেকে কাঠমান্ডুগামী দু’টি যাত্রীবাহী প্লেনে বোমাতঙ্ক দেখা দিয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) এ খবর জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।
প্লেন দু’টি এয়ারইন্ডিয়া ও জেট এয়ারওয়েজের। বোমা নিষ্ক্রিয়করণ স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে এখন পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়ার খবর পাওয়া যায়নি।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে, জেট এয়ারওয়েজের অফিসে স্থানীয় সময় দুপুর দেড়টার (বাংলাদেশ সময় দুপুর ২টা) দিকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি টেলিফোনে প্লেন দু’টিতে বোমা রয়েছে বলে জানান। সে সময় জেট এয়ারওয়েজের যাত্রীরা প্লেনে না উঠলেও এয়ারইন্ডিয়ার প্লেনটি উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল। সঙ্গে সঙ্গে প্লেনটিকে সংরক্ষিত এলাকায় যাওয়ার নির্দেশ দেওয়া হয়। পরে সেখানে এর যাত্রীদের সবাইকে নামিয়ে আনা হয়।
এর আগে গত সোমবার (১৫ জানুয়ারি) দিল্লি থেকে কাঠমান্ডুর উদ্দেশে উড়াল দেওয়ার কিছু আগে জেট এয়ারওয়েজের একটি ফ্লাইটে টেলিফোনে বোমা হামলার হুমকি দেয় অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি। সঙ্গে সঙ্গে এর ১০৪ যাত্রী ও সাত ক্রু’র সবাইকে প্লেন থেকে নামিয়ে আনা হয় বলে এক বিবৃতিতে জানিয়েছিল জেট এয়ারওয়েজ।
বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬/আপডেট: ১৬০৬ ঘণ্টা
আরএইচ