ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

৮০ হাজার শরণার্থীকে বের করে দেবে সুইডেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৪ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
৮০ হাজার শরণার্থীকে বের করে দেবে সুইডেন ছবি: সংগৃহীত

ঢাকা: সুইডেন ৮০ হাজার শরণার্থীকে বিতাড়নের সিদ্ধান্ত নিয়েছে বলে ঘোষণা দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।  
 
শরনার্থী হিসেবে বসবাসের জন্য এসব ব্যক্তির আবেদন গ্রহণযোগ্য না হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।


 
চার্টার বিমানের মাধ্যমে তাদের বিতাড়ন করা হবে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অ্যানডারস গেম্যান।  
 
তিনি জানান, প্রাথমিকভাবে আবেদন বাতিল হওয়া ব্যক্তিদের সংখ্যা প্রায় ৬০ হাজার। তবে, এটা বেড়ে ৮০ হাজারে পৌঁছাবে।  
 
২০১৫ সালে সুইডেনে শরনার্থী হিসেবে অবস্থানের জন্য প্রায় ১ লাখ ৬৩ হাজার আবেদন জমা পড়ে, যা ইউরোপের যেকোনো দেশের থেকে বেশি।  
 
প্রায় ৫৫ হাজার ৮০০ আবেদন যাচাই করা হয়, যাদের মধ্যে ৫৫ শতাংশ আবেদন গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।
 
বাংলাদেশ সময়: ০৭০৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬   
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।