ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

মুম্বাইয়ের জুহু বিচে ৩৫ ফুট লম্বা তিমি!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
মুম্বাইয়ের জুহু বিচে ৩৫ ফুট লম্বা তিমি! ছবি: সংগৃহীত

ঢাকা: মুম্বাইয়ের জুহু বিচে ৩৫ ফুট লম্বা এক তিমি ভেসে এসেছে। তবে দর্শনার্থীদের উৎসাহের কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়া তিমিটি জীবিত নয়, মৃত।

এর পেটে বড় আকারে ক্ষত রয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দিনগত রাতের কোনো এক সময় তিমিটি ভেসে আসে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

মাত্র দু’সপ্তাহ আগে তামিলনাড়ুর তিরুচেন্দুর বিচে শতাধিক তিমি তীরে উঠে আসে। বিচের আলান্থালাই থেকে কাল্লামোঝি পর্যন্ত প্রায় ১৬ কিলোমটার এলাকাজুড়ে তাদের ছড়িয়ে থাকতে দেখা যায়। এরপর ৪৫টির মৃত্যুর খবর পাওয়া যায়। আর ৩৬টিকে জীবিত উদ্ধার করে স্থানীয় কর্তৃপক্ষ।

স্থানীয় টেলিভিশনের এক প্রতিবেদনে বলা হয়, ভেসে আসা মৃত তিমিটির ওজন আনুমানিক ৪ টন। এটি ‘বাইড’ প্রজাতির তিমি বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

বর্তমানে পুলিশ ও বন বিভাগের কর্মকর্তারা তিমিটি পরীক্ষা করে দেখছেন। এছাড়া চার সদস্যের ভেটেরিয়ান একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে।

সহকারী এক বন সংরক্ষক জানান, তিমিটি দু’একদিন আগে মারা যেতে পারে বলে প্রাথমিক পরীক্ষায় জানা যায়। এরপর স্রোতের টানে এটি জুহু বিচে ভেসে আসে।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।