ঢাকা: সৌদি আরবের পূর্বাঞ্চলের একটি মসজিদে হামলা চালিয়েছে বন্দুকধারী সন্ত্রাসীরা। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছে।
শুক্রবার (২৯ জানুয়ারি) পূর্বাঞ্চলের গভর্নরেট আল আশার ইমাম রিদা মসজিদে জুমার নামাজের পর এ হামলা চালানো হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে বলে জানানো হয়েছে।
বন্দুকধারীর হামলার আগে কয়েক দফায় বিস্ফোরণ হয়। এ হামলার দায় তৎক্ষণাৎ কেউ স্বীকার করেনি।
গত বছর পূর্বাঞ্চলের দু’টি শিয়া মসজিদে আইএস জঙ্গিদের হামলার পর সেখানে কড়া সতর্কাবস্থানে রয়েছে নিরাপত্তা বাহিনী।
বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
জেডএস/এইচএ/