ঢাকা: ভারতে অনলাইনে একজন ব্যক্তি প্রতি মাসে মোট ছয়টি ট্রেনের টিকেট ক্রয় করতে পারবেন। একটি ইউজার আইডি থেকে মাসে ক্রয় করা যাবে এই ৬টি টিকেট।
দেশটির রেল মন্ত্রণালয় এমনই সিদ্ধান্ত দিয়েছে। এর আগে, দেশটিতে অনলাইনে মাসে মোট ১০টি টিকেট কাটা যেতো।
রেল মন্ত্রণালয় বলছে, ৬টির বেশি আর ক্রয় করা যাবে না। তাদের বক্তব্য, যারা মাসে ১০টি টিকেট কাটেন তাদের মধ্যে অন্তত ১০ শতাংশই দালাল-ফড়িয়া। মূলত তাদের দমনেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অন্যদিকে, এমন সিদ্ধান্তে অনেক যাত্রীদের মধ্যে ক্ষোভও দেখা গেছে। যাত্রীরা বলছেন, যাদের বড় পরিবার কিংবা প্রতি সপ্তাহে যাতায়াত তাদের এ সিদ্ধান্ত বিপাকে ফেলবে।
বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
আইএ