ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ায় গাড়ি চাপায় ১৭ ক্যাঙ্গারুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৬
অস্ট্রেলিয়ায় গাড়ি চাপায় ১৭ ক্যাঙ্গারুর মৃত্যু

ঢাকা: অস্ট্রেলিয়ার ব্রিসবেনে গাড়ি চাপায় ১৭ ক্যাঙ্গারুর মৃত্যু হয়েছে। দেশটির ‍রয়্যাল সোসাইটি ফর দ্য প্রিভেনশান অব ক্রুয়েলটি টু অ্যানিমেল’র (আরএসপিসিএ) বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।



স্থানীয় সময় রোববার (৩১ জানুয়ারি) বিকেল ৬টা থেকে সোমবার (১ ফেব্রুয়ারি) ভোরের মধ্যে এ ঘটনা ঘটেছে।

মাইকেল বেটি নামে আরএসপিসিএ কুইন্সল্যান্ডের এক মুখপাত্র বলেন, কোনো ব্যক্তি ইচ্ছকৃতভাবে গাড়িযোগে রাস্তার পাশে থাকা ক্যাঙ্গারুদের চাপা দেয়। শুধু তাই নয়, একবার চাপা দিয়ে সামনে যাওয়ার পর পেছনে এসে আবারও কয়েকটি ক্যাঙ্গারুকে চাপা দেয়। চাকার কালো রঙের চিহ্নই বলে দেয় ঘটনাটি ইচ্ছাকৃত।

জানা যায়, বিকেলে খাবার খেতে ও গরমের তীব্রতা থেকে রক্ষা পেতে ক্যাঙ্গারুগুলো ঝোপ থেকে বের হয়। ওই সময় গাড়ি চাপা দিলে ক্যাঙ্গারুগুলো মারা যায়।

অস্ট্রেলিয়ার জাতীয় পশু ক্যাঙ্গারু চলাচলের সময় তাদের নিরাপত্তায় সাধারণত ধীরে গাড়ি চলাচল করলেও এক্ষেত্রে ব্যতিক্রম ঘটলো।

বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।