ঢাকা: সেন্ট্রাল আমেরিকার দেশ হন্ডুরাসে ‘আশঙ্কাজনক হারে’ জিকা ভাইরাস রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় দেশটিতে জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ।
স্থানীয় সময় সোমবার (০১ ফেব্রুয়ারি) কর্তৃপক্ষ দেশটিতে জরুরি অবস্থা জারি করে।
গত বছরের ১৬ ডিসেম্বরের পর এখন পর্যন্ত দেশটিতে সাড়ে তিন হাজারের বেশি মানুষ মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ইয়োলানি বাত্রেস।
তবে গত তিনদিনে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার।
ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত কোনো শিশু মাইক্রোসেফালি বা ছোট মাথা নিয়ে জন্মগ্রহণ করেছে কি-না সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি স্বাস্থ্যমন্ত্রী। প্রতিদিনিই আশঙ্কাজনক হারে এ রোগীর সংখ্যা বাড়ছে বলে এক সংবাদ সম্মেলনে বলেন বাত্রেস।
এদিকে ভাইরাসটির আক্রমণে দেশটিতে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তবে বিষয়টি নিশ্চিতে অনুসন্ধান চলমান থাকায় নিশ্চিত করে কিছু জানায়নি কর্তৃপক্ষ।
গত বছর হন্ডুরাসে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৫ জন নিহত হওয়ার খবর জানা যায়। আর জিকায় আক্রান্ত হন অন্তত ৪০ হাজার মানুষ।
বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৬
জেডএস