ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইরাকে বোমা হামলায় ১৮ সৈন্যের প্রাণহানি

আন্তর্কাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৬
ইরাকে বোমা হামলায় ১৮ সৈন্যের প্রাণহানি ছবি: সংগৃহীত

ঢাকা: ইরাকের আনবার প্রদেশের রাজধানী রামাদিতে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএসের আত্মঘাতী গাড়ি বোমা হামলায় কমপক্ষে ১৮ ইরাকি সেনার প্রাণহানি হয়েছে। ‍

মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) দেশটির সামরিক বাহিনীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।



খবরে বলা হয়, মঙ্গলবার সকালে রামাদির উত্তরে অবস্থিত আল-বু ধাইয়াব শহরে এ ঘটনা ঘটে। এ সময় তিনজন আইএস জঙ্গি আত্মঘাতী বোমা হামলা চালায়।

সেই সময় ১০ম আর্মি ডিভিশনের ৩৯তম ব্রিগেডের সেনারা টহল দিচ্ছিলেন। তাদের উদ্দেশ্য করেই এ হামলা চালানো হয়।

খবরে  আরও বলা হয়, এ সময় অ্যান্টি-ট্যাংক মিসাইল দিয়ে আইএসের দু’টি গাড়ি ধ্বংস করে দেয় সেনাবাহিনী।   তবে তৃতীয় হামলাকারী বহনকারী গাড়িটি সেনাবাহিনীর হেড কোয়ার্টারের প্রধান গেট দিয়ে প্রবেশ করে বিস্ফোরণ ঘটালে ১৮ সেনা নিহত হয়।

চলতি বছরের শুরুর দিকে রামাদিকে আইএস মুক্ত করার লক্ষ্যে অভিযান শুরুর ঘোষণা দেয় ইরাক সেনাবাহিনী। পরে অভিযান শুরু করলে দেশটির সেনাবাহিনীর উপর আত্মঘাতী হামলা চালাতে থাকে আইএস জঙ্গিরা।

রামাদি শহরে গত জানুয়ারি মাসে আইএসের হামলায় কমপক্ষে ৫৫ ইরাকি সেনা নিহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৬
আরএইচএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।