ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

টাটার জিকা ‘আতঙ্ক’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৬
টাটার জিকা ‘আতঙ্ক’ ছবি : সংগৃহীত

ঢাকা: এবার জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছে ভারতের গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান টাটা মটরস। কথাটি অবাক হওয়ার মতোই।



কিন্তু আসলেই জিকা ভাইরাসের আতঙ্কে শেষ পর্যন্ত গাড়ির নাম বদলের চিন্তা করছে টাটা মটরস কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সংশ্লিষ্টদের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

সংবাদমাধ্যম বলছে, সম্প্রতি টাটা মটরস নতুন মডেলের কিছু গাড়ি বাজারে ছাড়ার চিন্তা করছে। গাড়ির মডেলের নাম ‘জিকা’।

কিন্তু দুর্ভাগ্যজনকভাবে গাড়ির এই নতুন মডেলটি এমন সময়ে বাজারে আসতে যাচ্ছে যখন জিকা ভাইরাস আতঙ্কে কাঁপছে পুরো বিশ্ব।

চলতি সপ্তাহে গাড়িটি প্রদর্শনীতে অংশ নেওয়ার কথা রয়েছে।

তবে বিক্রিতে যাতে প্রভাব না পড়ে সেজন্য নতুন গাড়ির নাম বদলানোর কথা ভাবছে টাটা মটরস কর্তৃপক্ষ।

বাংলাদেশ  সময়: ২১৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৬
আরএইচএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।