ঢাকা: পশ্চিম আফ্রিকার দেশ মালিতে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের একটি চেকপয়েন্টে হামলা চালিয়েছে অজ্ঞাত একদল বন্দুকধারী।
শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) দেশটির উত্তরাঞ্চলীয় তিমবুকতু শহরের বাইরে মালি সেনাবাহিনীর একটি চেকপয়েন্টে এ হামলার ঘটনা ঘটে বলে স্থানীয় ও সেনা সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে।
স্থানীয় এক অধিবাসী দাবি করেছেন, জাতিসংঘের শান্তিরক্ষী মিশন প্রাঙ্গনে যেখানে নাইজেরীয় বাহিনীর অবস্থান ছিল, সেখানে অনেককে পড়ে থাকতে দেখা গেছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত বন্দুকধারীদের সঙ্গে শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের লড়াই চলছিল।
বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৬
আরএইচ