ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জাপানে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৬
জাপানে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ছবি: সংগৃহীত

ঢাকা: জাপানের দক্ষিণাঞ্চলে একটি আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে।

শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে (বাংলাদেশ সময় বিকাল ৩টা ৫৫ মিনিট) জাপানের দক্ষিণাঞ্চলীয় কিউশু দ্বীপের কাগোশিমা শহরে অবস্থিত সাকুরাজিমা আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত শুরু হয়।



সাকুরাজিমা জাপানের একটি সক্রিয় যৌগিক আগ্নেয়গিরি। ২০১৫ সালের সেপ্টেম্বর থেকে আগ্নেয়গিরিটির ব্যাপারে জাপানের আবহাওয়া অধিদফতর লেভেল-থ্রি (কমলা) সতর্কতা জারি করে রেখেছে।

তিন পর্বতের সমন্বয়ে গঠিত সাকুরাজিমার তিনটি শীর্ষ রয়েছে। প্রতিটা শীর্ষেই একটি করে জ্বালামুখ রয়েছে। উত্তরাঞ্চলীয় শীর্ষটি কিতা-দাকে, মধ্যাঞ্চলীয় শীর্ষ নাকা-দাকে ও দক্ষিণাঞ্চলীয় শীর্ষটি মিনামি-দাকে নামে পরিচিত। এর মধ্যে মিনামি-দাকে বর্তমানে সক্রিয়।

তিনটি শীর্ষের মধ্যে ‘কিতা-দাকে’ সাকুরাজিমার সর্বোচ্চ শীর্ষ। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা ১ হাজার ১১৭ মিটার (৩ হাজার ৬৬৫ ফুট)।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।