ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

নেপালে ৫.৫ মাত্রার ভূমিকম্প, আহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৬
নেপালে ৫.৫ মাত্রার ভূমিকম্প, আহত ১৫

ঢাকা: হিমালয়ের দেশে নেপালে ৫.৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কাঠমাণ্ডুতে ১৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।



এর তীব্রতা পাশ্ববর্তী দেশ ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারেও অনুভূত হয়।

স্থানীয় সময় শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটের দিকে (বাংলাদেশ সময় রাত ১০টা ০৫ মিনিটি) ভূমিকম্পটি অনুভূত হয়।

দেশটির ভূমিকম্প কেন্দ্র জানায়, রাজধানীর কাঠমাণ্ডু থেকে ৫৫ কিলোমিটার উত্তর-পূর্ব সিন্ধুপালচৌকে এর উৎপত্তি।

ভূমিকম্পে আতঙ্কিত হয়ে ঘর থেকে বের হওয়ার সময় আতঙ্কিত হয়ে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র।

২০১৫ সালের ২৫ এপ্রিল দেশটিতে ৭.৯ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হানে। এতে প্রায় ৯ হাজার মানুষের প্রাণহানি হয়। শক্তিশালী ওই ভূমিকম্প পাশ্ববর্তী ভারত, পাকিস্তান ও বাংলাদেশেও ‍অনুভূত হয়।

ওই ভূমিকম্পের পর এখন পর্যন্ত দেশটিতে ৪ বা তার চেয়ে বেশি মাত্রার চারশ’ ‘আফটার শক’ অনুভূত হয়েছে।

বাংলাদেশ সময়: ০১০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।