ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চলে গেলেন চাঁদে যাওয়া ষষ্ঠ মানুষটি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৬
চলে গেলেন চাঁদে যাওয়া ষষ্ঠ মানুষটি

ঢাকা: চাঁদের বুকে পা রাখার ৪৫তম বার্ষিকী উদযাপনের পরপরই না ফেরার দেশে পাড়ি জমালেন এডগার ডি. মিচেল। ইতিহাসে তিনি চাঁদে অবতরনকারী ষষ্ঠ ব্যক্তি হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচের একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন বলে জানানো হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে।

নাসার চন্দ্রাভিযানের অংশ হিসেবে ১৯৭১ সালের ৩১ জানুয়ারি অ্যাপোলো-১৪ এ চেপে এডগার ডি. মিচেল চাঁদে পাড়ি জমান। ওই অভিযানে তিনি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। তার সহকারী হিসেবে মিশনে আরও ছিলেন নৌবাহিনী কর্মকর্তা ক্যাপ্টেন অ্যালান বি. শেপার্ড জুনিয়র।

বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।