ঢাকা: রাশিয়ার মধ্যাঞ্চলের শহর ইকাতেরিনবুগ থেকে আন্তজার্তিক জঙ্গি সংগঠন আইএসের ৭ সদস্যকে আটক করা হয়েছে।
সোমবার (০৮ ফেব্রুয়ারি) তাদের আটক করা হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম।
রাশিয়ান ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) জানায়, এই সাত আইএস জঙ্গিকে রোববার আটক করা হয়। তারা সিরিয়ায় ভ্রমণের সময় মস্কো, সেন্ট পিটার্সবুগ ও সভেরডোস্কে হামলার পরিকল্পনা করছিলেন।
আটকরা সবাই রাশিয়ার নাগরিক এবং মধ্য এশিয়ান গোত্রের বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
সংবাদমাধ্যম বলছে, আইএসের আটক সদস্যরা নিজেদের তৈরি ডিভাইস দিয়ে হামলার পরিকল্পনা করছিলেন। অভিযানে হামলার বিভিন্ন ডিভাইস ও তা তৈরির সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৬
এমএ/