ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

হংকংয়ে অবৈধ দোকান উচ্ছেদকে কেন্দ্র করে সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৬
হংকংয়ে অবৈধ দোকান উচ্ছেদকে কেন্দ্র করে সংঘর্ষ

ঢাকা: হংকংয়ে নতুন চান্দ্রবর্ষ উৎযাপনকে সামনে রেখে সড়ক ধেকে অবৈধ খাবারের দোকানসহ অন্যান্য হকারদের উচ্ছেদে পুলিশসহ অভিযানে গিয়েছিলেন খাদ্য ও পুষ্টি পরিদর্শকরা। কিন্তু তাদের এ অভিযানেকে স্বাগত না জানিয়ে উল্টো পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন হকাররা।

এতে পুলিশসহ ৪৪ জন আহত হয়েছেন। এছাড়া আটক করা হয়েছে অন্তত ২৩ জনকে।

সোমবার (০৮ ফেব্রুয়ারি) দিনগত রাতে হংকংয়ের মং কক জেলায় পোর্টল্যান্ড স্ট্রিট ও শান তুং স্ট্রিটের সংযোগস্থলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত এ সংঘর্ষ স্থায়ী হয়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমে জানানো হয়, কর্তৃপক্ষ অভিযানে গেলে বিক্ষুব্ধ হকাররা ইট-পাথর ছুড়ে মারেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ লাঠিচার্জ ও পিপার স্প্রে ব্যবহার করতে বাধ্য হয়। এছাড়া সবাইকে সতর্ক করে দিতে দু’বার ফাঁকা গুলিও ছোড়ে পুলিশ।

হংকং সরকার এ সহিংসতার ঘটনায় নিন্দা জানিয়ে বলেছে, যারাই সরকারের উদ্যোগকে প্রত্যাখ্যান করে বিশৃঙ্খলার সৃষ্টি করেছে, তাদের আইনের আওতায় আনা হবে।

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।