ঢাকা: জার্মানির ব্যাভারিয়া রাজ্যে যাত্রীবাহী দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে। দুর্ঘটনায় আহতদের মধ্যে ৫৫ জনের অবস্থা গুরুতর।
স্থানীয় সময় মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) সকাল ৭টায় (বাংলাদেশ সময় বেলা ১২টা) মিউনিখ থেকে ৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে স্পা-টাউন বাদ আইব্লিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
এতে শতাধিক গুরুতর আহত হয়েছেন বলে স্থানীয় পুলিশের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
তবে গুরুতর আহতদের হেলিকপ্টারের মাধ্যমে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। বাকিদের অ্যাম্বুলেন্সযোগে নেওয়া হচ্ছে।
তবে দুঘর্টনার কারণ জানা যায়নি বলে এক টুইট বার্তায় জানিয়েছে জার্মান পুলিশ।
এদিকে, জার্মান সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সংঘর্ষে একটি ট্রেন লাইন থেকে পড়ে গেছে। এর অনেকগুলো বগি উল্টে গেছে। অপর ট্রেনটিরও কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৬
জেডএস
** জার্মানিতে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৪, আহত শতাধিক
** জার্মানিতে দুই ট্রেনের সংঘর্ষ, বহু ‘হতাহতের’ আশঙ্কা