ঢাকা: কাশ্মিরের লাদাখ ও হিমালয় পর্বতমালার পূর্বাঞ্চলীয় কারাকোরাম রেঞ্জে অবস্থিত সিয়াচেন হিমবাহে বুধবার (০৩ ফেব্রুয়ারি) একটি সেনা পোস্টে তুষারধসের ঘটনায় নিখোঁজ হন দেশটির ১০ সেনা।
তাদের মধ্যে মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) আট সেনাকে উদ্ধার করা হয়েছে।
ভারতীয় সেনাবাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম বিষয়টি জানিয়েছে।
এর আগে, এদিন ২৫ ফুট বরফের নিচ থেকে ল্যান্স নায়েক হানামানথাপ্পাকে জীবিত উদ্ধার করা হয়। এ ছয়দিন এভাবে বরফের নিচে মাইনাস ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তিনি কিভাবে বেঁচে থাকলেন, সেটিই সবাইকে বিস্মিত করছে। বর্তমানে তিনি কোমাতে রয়েছেন, তার চিকিৎসা চলছে বলে জানা গেছে।
খবরে জানানো হয়, সমুদ্রপৃষ্ঠ থেকে ১৯ হাজার ফুট উঁচুতে অবস্থিত ওই পোস্টের ওপর প্রায় এক কিলোমিটার প্রশস্ত ও ছয়শো মিটার উঁচু একটি বরফের দেয়াল ধসে পড়ে। এমন পরিস্থিতিতে কারোর বেঁচে থাকার সম্ভাবনা না থাকলেও ভারতীয় সেনা এবং বিমানবাহিনী যৌথ অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করে।
বাংলাদেশ সময়: ০২৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
এসএস
** সিয়াচেনে নিখোঁজের ছয়দিন পর উদ্ধার হলেন ভারতীয় সেনা