ঢাকা: বিভক্তির হাজার বছর পর এক ঐতিহাসিক সাক্ষাতে মিলিত হয়েছেন পূর্ব ও পশ্চিমের খ্রিস্টান ধর্মগুরুরা। কিউবায় এ সাক্ষাতে পোপ ফ্রান্সিস ও রুশ অর্থোডক্স চার্চ প্রধান প্যাট্রিয়ার্চ কিরিল খ্রিষ্ট ধর্মাবলম্বীদের প্রতি একতাবদ্ধ হওয়ার আহ্বান জানান।
১১ শতাব্দীতে খ্রিস্টধর্ম প্রাচ্য ও পাশ্চাত্য শাখায় বিভক্ত হয়ে পড়ে। এর পর কিউবার এ সাক্ষাৎই প্রথম কোনো পোপ ও রুশ ধর্মগুরুর সাক্ষাৎ।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) মেক্সিকো যাওয়ার পথে কিউবার হাভানায় হোসে মার্তি আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতির সময় কিরিলের সঙ্গে বৈঠকে বসেন পোপ ফ্রান্সিস। অন্যদিকে, কিউবা, ব্রাজিল ও প্যারাগুয়ে সফর করছেন কিরিল। শুক্রবার বিমানবন্দরে দেখা হলে তারা একে অপরকে জড়িয়ে ধরে চুমু খান।
সাক্ষাৎ শেষে এক যৌথ ঘোষণায় তারা দু’জন মধ্যপ্রাচ্যের নিপীড়িত খ্রিস্টানদের রক্ষায় বিশ্বকে এগিয়ে আসার আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ০৫১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬/আপডেট: ১৩০০ ঘণ্টা
এসআই/আরএইচ