ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দ. কোরিয়ায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
দ. কোরিয়ায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩ ছবি : সংগৃহীত

ঢাকা: দক্ষিণ কোরিয়ার পূর্বাঞ্চলে আবাসিক এলাকায় কাছে সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিন আরোহী নিহত হয়েছেন। এছাড়া দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন পাইলট।

 

সোমবার (১৫ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটের দিকে গাংগউন প্রদেশ ঘাঁটির কাছে একটি মাঠে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। প্রাথমিক দুর্ঘটনার কারণ জানা যায়নি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, দুর্ঘটনার পর আহতদের দ্রুত নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। ৫০ বছর বয়সী পাইলট বর্তমানে চিকিৎসাধীন।

এ ঘটনায় আবাসিক এলাকার মানুষজনের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি-না সে বিষয়ে কিছু জানাতে পারেনি কর্তৃপক্ষ।

সফলভাবে পরীক্ষামূলক উড্ডয়নের পর হেলিকপ্টারটির নিয়মিত পরিচালনার শিডিউল ছিলো বলে জানিয়েছেন সামরিক এক কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।