ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গ

পুলিশের ধাওয়ায় প্রাণ গেলো ৩ শিশুর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
পুলিশের ধাওয়ায় প্রাণ গেলো ৩ শিশুর ছবি : সংগৃহীত

ঢাকা: পশ্চিমবঙ্গের বেলঘড়িয়ায় সিমেন্টবাহী একটি ট্রাককে পুলিশের গাড়ি ধাওয়া করার সময় সড়ক দুর্ঘটনায় তিনটি শিশু নিহত হয়েছে। এ ঘটনায় অন্য এক শিশুর অবস্থা আশঙ্কাজনক।



সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় সংবামাধ্যমের খবর।

খবরে আরও জানা যায়, এদিন সকালে একটি সিমেন্টবাহী ট্রাককে ধাওয়া করে বেলঘরিয়া ও নিমতা থানার দু’টি জিপ। লরিটি দক্ষিণেশ্বর থেকে এয়ারপোর্টের দিকে যাচ্ছিলো। পুলিশের হাত থেকে বাঁচতে গাড়ির গতি বাড়িয়ে দেন চালক। সেসময় মঠকল এলাকায় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা চারটি শিশুকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। অন্যজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

দুর্ঘটনার পরই উত্তেজিত জনতা পুলিশের দু’টি জিপে আগুন ধরিয়ে দেয়। জনতা এ ঘটনার পর রাস্তা অবরোধ করে। এ পর্যায়ে বিধাননগর কমিশনারেট থেকে পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আন‍ার চেষ্টা চালায়।

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।