ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

দুর্নীতির দায়ে কারাগারে এহুদ ওলমার্ট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
দুর্নীতির দায়ে কারাগারে এহুদ ওলমার্ট এহুদ ওলমার্ট

ঢাকা: দুর্নীতির দায়ে ১৯ মাসের কারাদণ্ডে দণ্ডিত ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টকে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) দেশের মধ্যাঞ্চলের কারাগার মাসিয়াহুতে পাঠানো হয় তাকে।

বিশ্বের একমাত্র ইহুদী রাষ্ট্রটির প্রথম প্রধানমন্ত্রী হিসেবে কারাগারে যেতে হলো ওলমার্টকে।

কারাগারে যাওয়ার আগে ইসরায়েলের সাবেক এ প্রধানমন্ত্রী দেশবাসীর উদ্দেশে একটি ভিডিও বিবৃতি দেন। বাড়িতে ধারণকৃত এবং তার কার্যালয়ের পক্ষ থেকে প্রকাশিত সাড়ে ৩ মিনিটের ওই ভিডিও বিবৃতিতে ওলমার্ট নিজেকে নির্দোষ দাবি করেন। একইসঙ্গে তার উত্তরাধিকার রক্ষায় সমর্থকদের প্রতি আহ্বান জানান।

ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় নিজের উদ্যোগ-প্রচেষ্টার কথাও বিবৃতিতে স্মরণ করিয়ে দেন ওলমার্ট।

২০০৬ সালে প্রধানমন্ত্রী হওয়ার আগে ওলমার্ট জেরুসালেমের মেয়র এবং দেশের বাণিজ্যমন্ত্রী ছিলেন। ওইসময় জেরুসালেমে বিতর্কিত একটি আবাসন প্রকল্পে তিনি ঘুষ নিয়েছিলেন বলে অভিযোগ তোলা হয়। অভিযোগের প্রেক্ষিতে ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হন ওলমার্ট।

এরপর মামলা দায়ের হলে দীর্ঘ বিচার প্রক্রিয়ায় ২০১৪ সালের মার্চে তাকে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়। পরে অবশ্য, সুপ্রিম কোর্টে আবেদন করা হলে তার দণ্ড কমিয়ে ১৯ মাস নির্ধারণ করেন আদালত।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Veet