ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ায় বিমান হামলায় নিহত ৫০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
সিরিয়ায় বিমান হামলায় নিহত ৫০ ছবি: সংগৃহীত

ঢাকা: সিরিয়ার উত্তরাঞ্চলের আলেপ্পো ও ইদলিব শহরে পাঁচটি হাসপাতাল এবং দু’টি স্কুলে সন্ত্রাসীদের বিমান হামলায় শিশুসহ প্রায় ৫০ জন নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকেই।

তবে কারা এই হামলা চালিয়েছে প্রাথমিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) এ হামলার ঘটনা ঘটেছে বলে জাতিসংঘের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম খবর প্রকাশ করে।

জাতিসংঘের মহাসচিব বান কি মুন এ হামলাকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন ও নির্লজ্জ ঘটনা বলে উল্লেখ করেছেন।

স্থানীয় বাসিন্দা ও বেসামরিক লোকদের হত্যার উদ্দেশ্য এই হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এটি মিসাইল হামলা ছিলো বলেও স্থানীয়রা দাবি করছেন।

বাংলাদেশ সময়: ০৩১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
টিআই

** সিরিয়ায় মিসাইল হামলায় নিহত ২৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।