ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

তেল উৎপাদনে সংযত সৌদি-কাতার-ভেনিজুয়েলা-রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
তেল উৎপাদনে সংযত সৌদি-কাতার-ভেনিজুয়েলা-রাশিয়া ছবি: সংগৃহীত

ঢাকা: তেলের দরে অস্বাভাবিক পতন রুখতে উৎপাদনে সংযত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব, কাতার, ভেনিজুয়েলা ও রাশিয়া। এর মধ্যে প্রথম তিন দেশ ওপেকভুক্ত।



দোহায় চার দেশের তেলমন্ত্রীদের এক বৈঠক শেষে এ ঘোষণা দেওয়া হয়। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই চার দেশ তাদের উৎপাদন জানুয়ারি মাসের চেয়ে বেশি করবে না বলে জানান মন্ত্রীরা।

গত ১৮ মাস ধরে তেলের অব্যাহত দরপতন রুখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রীরা ঘোষণায় আরও বলেন, বাকি তেল উৎপাদনকারী দেশগুলো তাদের উৎপাদন হ্রাস না করা পর্যন্ত এ সিদ্ধান্তে কোনো পরিবর্তন আসবে না।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Veet