ঢাকা: তুরস্কের রাজধানী আঙ্কারার পর এবার বোমা হামলায় কাঁপলো দেশটির দিয়ারবাকির শহর। সেনাবাহিনীর বহর লক্ষ্য করে এ হামলা চালানো হয়।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দক্ষিণ-পূর্বাঞ্চলের বড় শহর দিয়ারবাকিরে এ হামলার খবর দিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। হামলার পর ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও উদ্ধারকর্মী পাঠানো হয়েছে বলেও জানাচ্ছে সংবাদমাধ্যম।
এর আগে, বুধবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আঙ্কারায় পার্লামেন্ট ভবনের পার্শ্ববর্তী এলাকায় গাড়িবোমা হামলা চালানো হয়। এতে কমপক্ষে ২৮ জন নিহত ও ৬১ জন আহত হন। ওই হামলাও চালানো হয় সেনা সদস্যদের বহনকারী একটি বাস লক্ষ্য করে।
বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
এইচএ