ঢাকা: দক্ষিণ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে আশ্রয় নেওয়া বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালিয়েছে বন্দুকধারীরা। এ ঘটনায় অন্তত ৭ জন নিহত হয়েছেন ও আহত হয়েছেন আরও ৪০ জন।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) জাতিসংঘের মহাসচিব বান কি মুনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।
খবরে বলা হয়, বুধবার (১৭) রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেশটির মালাকাল শহরের উত্তরপূর্বাঞ্চলে এ হামলা চালায় বন্দুকধারীরা।
নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।
বাংলাদেশ সময়: ০১৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
আরএইচএস