ঢাকা: হাইড্রোজেন বোমার পরীক্ষা ও রকেট উৎক্ষেপণকে কেন্দ্র করে উত্তর কোরিয়ার ওপর নতুন এক প্রস্থ নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট বারাক ওবামা এ সংক্রান্ত একটি বিলে সই করেছেন।
পরমাণু কর্মসূচি থেকে সরে আসার ব্যাপারে পিয়ংইয়ংয়ের অনড় অবস্থানের কারণে গত সপ্তাহে মার্কিন কংগ্রেসে সর্বসম্মতিক্রমে বিলটি পাস হয়। বর্ধিত এ নিষেধাজ্ঞার ফলে আর্থিক সীমাবদ্ধতার সৃষ্টি হবে, যা উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচিকে বাধাগ্রস্ত করবে বলে আশা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের এ নিষেধাজ্ঞা ছাড়াও জাতিসংঘের নিরাপত্তা পরিষদ থেকে দেশটির ওপর বৈশ্বিক এক নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারেও আলোচনা করছে ওয়াশিংটন ও বেইজিং।
বাংলাদেশ সময়: ১০৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
আরএইচ/