ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আরও রকেট উৎক্ষেপণ করবে উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
আরও রকেট উৎক্ষেপণ করবে উত্তর কোরিয়া ছবি: সংগৃহীত

ঢাকা: উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন আরও রকেট উৎক্ষেপণের ঘোষণা দিয়েছেন। তবে পশ্চিমা বিশ্ব এ কার্যক্রমকে পিয়ংইয়ংয়ের আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির অংশ বলেই মনে করছে।



কিম জং-উনের ঘোষণার খবরটি শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) জানিয়েছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ।

খবরে বলা হয়, কিম বলেছেন, নিজেদের শান্তি ও সার্বভৌমত্ব রক্ষায় মহাশূন্য জয় করতে হবে আমাদের। এর মাধ্যমেই শত্রুদের দৌরাত্ম বন্ধ করা সম্ভব। মহাশূন্যে জয়ের অগ্রযাত্রাই এখন উত্তর কোরিয়ার নীতিগত লক্ষ্য।

এর আগে চলতি বছরের জানুয়ারি মাসে হাইড্রোজেন বোমার পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। আর গত ৭ ফেব্রুয়ারি মহাশূন্যে রকেট উৎক্ষেপণ করে দেশটি।

বাংলাদেশ সময়: ১২০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
আরএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।