ঢাকা: লিবিয়ায় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) স্থাপনায় লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী। এতে অন্তত ৩০ সন্দেহভাজন আইএস জঙ্গি নিহত হেয়েছ।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) দেশটির রাজধানী ত্রিপোলির পশ্চিমাঞ্চলের সাবরাথা এলাকায় আইএসের ক্যাম্প লক্ষ্য করে এই হামলা চালানো হয়। একজন পশ্চিমা কর্মকর্তার বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।
সংবাদমাধ্যমের খবরে বলা হয়, গত বছর তিউনিশিয়ায় দু’টি আত্মঘাতী হামলায় জড়িত জঙ্গিদের একজন জ্যেষ্ঠ নেতাকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। হামলায় নিহতদের বেশিরভাগই তিউনিশিয়ার নাগরিক।
তবে, হামলায় নুরেদ্দিনে চৌচানে নামে ওই জঙ্গি নেতা নিহত হয়েছেন কিনা সে বিষয়টি নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন কর্মকর্তারা।
কর্মকর্তারা বলেন, তিউনিশিয়ার বার্দো জাদুঘরে এবং পরে উপকূলী সমুদ্র সৈকত সৌসে যে দু’টি হামলা হয়েছে তার সঙ্গে জড়িত ছিলেন বলে চৌচানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তাকে লক্ষ্য করেই হামলাটি চালানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
এইচএ/