ঢাকা: ইন্দোনেশিয়ায় মাঝারি মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ১।
শনিবার (২০ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ১টা ২৬ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৭টা ২৬ মিনিটে) ভূমিকম্পটি আঘাত হানে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ইন্দোনেশিয়ার অ্যামাহাই অঞ্চল থেকে ৬৪ কিলোমিটার পূর্ব-উত্তর পূর্বে ভূপৃষ্ঠ থেকে ১৪.৯ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পটি আঘাত হানার পর কোনো ধরনের সুনামি সতর্কতা জারি করেনি কর্তৃপক্ষ। এছাড়া, তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ০৯৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
আরএইচএস/আরএইচ