ঢাকা: দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ ফিজির দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘উইনস্টন’। মৌসুমি এ ঝড়টি ক্যাটাগরি ৫ এ রুপান্তরিত হয়ে ফিজির মূল ভূখণ্ডে আঘাত হানবে বলে জানিয়েছে আবহাওয়া বিষয়ক সংবাদমাধ্যমগুলো।
এদিকে, ঘূর্ণিঝড়ের সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে ও জানমালের নিরাপত্তায় দেশটিতে আগামী ৩০ দিন রাষ্ট্রীয় প্রাকৃতিক দুর্যোগ ঘোষণা করেছে সরকার। ঘোষণা করা হয়েছে কারফিউ।
একইসঙ্গে গ্রেফতারী পরোয়ানা ছাড়াই নির্দেশনা অমান্যকারীদের পুলিশ গ্রেফতার করতে পারবে বলে জানিয়েছেন দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের পারমান্যান্ট সেক্রেটারি মেলেতি বাইনিমারামা।
উপগ্রহ চিত্রে দেখা যায়, ঘূণিঝড়টির চোখ ফিজির মূল ভূখণ্ড ভিটি লিভুর দিকে, যেখানে সাত লাখ মানুষের বসবাস।
ফিজির আবহাওয়া বিষয়ক কেন্দ্র জানায়, তিনশ’ দ্বীপের সমন্বয়ে গঠিত দেশটিতে ক্যাটাগরি ৫ এ রুপান্তরিত হয়ে ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ১৪৫ মাইল বেগে আঘাত হানতে পারে। এর প্রভাবে ইতোমধ্যে ঝড়-বৃষ্টি হচ্ছে। বিভিন্ন স্থানে গাছপালা উপড়ে যাওয়ার চিত্র প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
এখন পর্যন্ত প্রাপ্ত উপগ্রহ চিত্রে আবহাওয়াবিদরা দেশটির ইতিহাসে ‘উইনস্টন’কে সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে আখ্যা দিয়েছেন।
স্থানীয় সময় শনিবার রাত নাগাদ ঘূর্ণিঝড়টি আঘাত হানতে পারে।
বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
জেডএস