ঢাকা: বেসামাল শেয়ারবাজারকে সুস্থিত করতে নানা উদ্যোগ নিচ্ছে চীন। এরই অংশ হিসেবে এবার দেশটির স্টকমার্কেট নিয়ন্ত্রক সংস্থা ‘চায়না সিকিউরিটিজ রেগুলেটরি কমিশন (সিএসআরসি)’-এর প্রধান শিয়াও গ্যাংকে অপসারণ করা হলো।
চীনা কর্তৃপক্ষের বরাত দিয়ে শনিবার (২০ ফেব্রুয়ারি) খবরটি জানানো হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে।
খবরে বলা হয়, শিয়াও গ্যাংয়ের স্থলাভিষিক্ত হয়েছেন লিউ শিয়উ। নতুন পদে আসীন হওয়ার আগে চীনা কৃষিব্যাংকের চেয়ারম্যান পদে দায়িত্বরত ছিলেন লিউ। এ কৃষিব্যাংক দেশটির শীর্ষ চার ব্যাংকের একটি।
এর আগে গত জানুয়ারি মাসে চীন তার নতুন ‘সার্কিট ব্রেকার’ পদ্ধতি স্থগিত করে। এ পদ্ধতির ফলে মূল্যের মুক্তপতন রোধ করা যেত। কিন্তু বিনিয়োগকারীদের অভিযোগ, এ পদ্ধতি তাদের জন্য বিষফোঁড়া হয়ে দেখা দিয়েছে। এর কারণেই গত মাসে দেশটিতে দু’বার স্টকমার্কেট বন্ধ হয়ে যায়।
বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
আরএইচ