ঢাকা: মধ্য ও দক্ষিণ আমেরিকায় মহামারী আকার ধারণ করা মশাবাহিত জিকা ভাইরাস এবার দক্ষিণ আফ্রিকায়ও ঢুকে পড়লো।
শনিবার (২০ ফেব্রুয়ারি) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে জানানো হয়, দক্ষিণ আফ্রিকার প্রথম জিকা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছেন। জোহান্সবার্গের একটি বেসরকারি ল্যাবরেটরিতে পরীক্ষায় তার দেহে জিকা ধরা পড়েছে।
কলম্বিয়ান ওই ব্যবসায়ী সম্প্রতি দক্ষিণ আমেরিকার কোনো দেশ ভ্রমণ করেছেন বলে জানিয়েছে মন্ত্রণালয়টি। তবে কোন দেশ ভ্রমণ করেছেন তিনি, সে ব্যাপারে কিছু জানানো হয়নি। রোগীর রক্তের নমূনা দক্ষিণ আফ্রিকার ন্যাশনাল ইনস্টিটিউট ফর কমিউনিকেবল ডিজিজ (এনআইসিডি)-এ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে বিবৃতিতে।
ব্রাজিল, হন্ডুরাসসহ বেশ কয়েকটি দেশে মহামারী আকার ধারণ করা জিকা ভাইরাস অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ৩০টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এ ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বিশ্বব্যাপী জনস্বাস্থ্যে জরুরি অবস্থা জারি করেছে।
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
আরএইচ