ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ায় পৃথক বোমা হামলায় নিহত ১৪০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
সিরিয়ায় পৃথক বোমা হামলায় নিহত ১৪০ ছবি: সংগৃহীত

ঢাকা: সিরিয়ায় রাজধানী দামেস্ক ও হোমস শহরে কয়েক দফায় বোমা হামলায় অন্তত ১৪০ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই বেসামরিক লোক বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।



রোববার (২১ ফেব্রুয়ারি) এসব হামলা হয় বলে জানানো হয়েছে খবরে।

দামেস্কের দক্ষিণাঞ্চলে সাঈদা যেইনাব শহরতলীতে অন্তত চার দফায় বোমা হামলা হয়েছে। এসব হামলায় অন্তত ৮৩ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ১৭৮ জন।

এর আগে একই দিন হোমসে দুই দফায় গাড়ি বোমা হামলায় অন্তত ৫৭ জনের মৃত্যু হয়।

জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এসব হামলার দায় স্বীকার করে নিয়েছে।

এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, সিরিয়ায় আংশিক যুদ্ধবিরতি কার্যকরে রাশিয়ার সঙ্গে আলোচনায় একটা চুক্তিতে পৌঁছানো গেছে। তবে শর্তসাপেক্ষেই চুক্তিতে রাজি হয়েছে মস্কো।

বাংলাদেশ সময়: ০৭৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।