ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাজ্যে প্রতি পাঁচজনে একজন স্কুলেই যৌন নিপীড়নের শিকার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
যুক্তরাজ্যে প্রতি পাঁচজনে একজন স্কুলেই যৌন নিপীড়নের শিকার ছবি: সংগৃহীত

ঢাকা: প্রতি পাঁচ ব্রিটিশ নারী শিশুর মধ্যে একজন নারী শিশু স্কুলে পড়ার সময়ই যৌন নিপীড়নের শিকার হয় বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক অলাভজনক সংস্থা প্ল্যান ইউকে।

সোমবার (২২ ফেব্রুয়ারি) সংস্থাটির এক প্রতিবেদনের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।



সংস্থাটি এমন এক সময় এ প্রতিবেদন প্রকাশ করলো, যখন সারা বিশ্বব্যাপী বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসে যৌন নিপীড়ন মোকাবেলার চেষ্টা অব্যাহত রেখেছেন।

প্ল্যান ইউকে’র প্রতিবেদনে বলা হয়, দুই হাজার নারী শিশু নিয়ে এ জরিপ পরিচালনা করা হয়েছে। যৌনতার উদ্দেশে শিশুর শরীর স্পর্শ, নাড়াচাড়া এবং এমন কি ধর্ষণের মতো বিষয়গুলো এ জরিপের বিবেচ্য বিষয় ছিল। সহপাঠী বা অন্যদের দ্বারা তারা এই নিপীড়নের শিকার হয়ে থাকে।

প্ল্যান ইউকে’র সিইও তানিয়া ব্যারোন জানান, স্কুলের নারী শিক্ষার্থীরা কয়েক দশক ধরে নিরবে এ ধরনের যৌন নিপীড়নের শিকার হচ্ছে, আমাদের জরিপে সে বিষয়টি উঠে এসেছে। এ পরিস্থিতি সমাজে বিধ্বংসী প্রভাব ফেলবে।

অনাকাঙ্ক্ষিত যৌনতা বা যৌন নিপীড়নের ঘটনা নারী শিশুদের আত্মমর্যাদা ও শিক্ষা অর্জনের পথে মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়তে পারে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা,‍ ফেব্রুয়ারি ২২, ২০১৬
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।